অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারক

অনুবন্ধী অম্ল : ব্রনস্টেড-লাউরি অম্ল-ক্ষারক মতবাদ অনুসারে কোনো ক্ষারক অম্ল প্রদত্ত একটি প্রোটন গ্রহণ করার পর যে অণু বা আয়নে পরিণত হয়, তাকে ঐ ক্ষারকের অনুবন্ধী অম্ল বলে। ক্ষারক প্রোটন গ্রহণ করে অনুবন্ধী অম্লে পরিণত হয়। যেমন,

H2S(অম্ল) + NH3(ক্ষারক) HS- + NH4+(অনুবন্ধী অম্ল)

বৈশিষ্ট্য: অনুবন্ধী অম্লে এর ক্ষারকের চেয়ে একটি H'আয়ন বেশি; ফলে একটি ঋণাত্মক চার্জ কম অথবা ধনাত্মক চার্জ বেশি থাকে।a

অনুবন্ধী ক্ষারক: ব্রনস্টেড-লাউরির অম্ল-ক্ষারক মতবাদ অনুসারে কোনো অম্ল বা এসিড কোনো ক্ষারক পদার্থকে একটি প্রোটন দান করে যে আয়ন বা অণুতে পরিণত হয়, তাকে ঐ অম্লের অনুবন্ধী ক্ষারক বলে। অম্ল প্রোটন দান করে অনুবন্ধী ক্ষারকে পরিণত হয়। যেমন,

HCl(অম্ল) + H2O(ক্ষারক) Cl-(অনুবন্ধী ক্ষারক)+ H3O-

বৈশিষ্ট্য: অনুবন্ধী ক্ষারকে এর অম্লের চেয়ে একটি H'আয়ন কম; ফলে একটি ঋণাত্মক চার্জ বেশি অথবা ধনাত্মক চার্জ কম থাকে।a

মেসোমেরিক দেখতে ক্লিক করুন।

Post a Comment

Previous Post Next Post