মেসোমেরিক প্রভাব

 মেমোমেরিক প্রভাব :

             দ্বি বন্ধন এবং ত্রি বন্ধনের π ইলেকট্রন ঘটিত প্রভাবকে সাধারণভাবে মেসোমারিক প্রভাব বলে।abc দ্বি বন্ধন বা ত্রি বন্ধনের কনজুগেটেড সিস্টেম বিশিষ্ট অসম্পৃক্ত যৌগের কার্বন শিকলে (-c-c=c-c=c-) π ইলেকট্রন গুলোর সরণের ফলে মেসোমারিক প্রভাব পরিলক্ষিত হয়। ধনাত্মক ও ঋনাত্মক দুই ধরনের মোমোমেরিক গ্রুপ পাওয়া যয়।

অনুবন্ধী অম্ল ও অনুবন্ধী ক্ষারক পড়তে ক্লিক করুন

1 Comments

Previous Post Next Post